সরাইল উপজেলা চত্বরে ঝুঁকিপূর্ণ মৃত গাছ!আতঙ্কে সেবা গ্রহিতারা

- আপডেট সময় : ০৮:৫৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুল, সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা চত্বরের গুরূত্বপূর্ণ জায়গায় ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে মৃত একটি আম গাছ। গত কয়েক মাস ধরেই বড় বড় মৃত শুকনো ডালপালা ছড়িয়ে আছে চারিদিকে। যেকোন মূহুর্তে ভেঙ্গে পড়ে মানুষ আহত বা নিহতের ঘটনা ঘটতে পারে। তাই উপজেলা পরিষদ ও প্রশাসনে আসা সেবা গ্রহিতারা সর্বক্ষণ থাকেন আতঙ্কে। সরজমিনে দেখা যায়, উপজেলা চত্বরের অত্যন্ত গুরূত্বপূর্ণ স্থান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার দফতরে প্রবেশের সময় বাম পাশেই বিশাল আকৃতির মৃত শুকনো আম গাছটি দাঁড়িয়ে আছে কয়েক মাস ধরে। গাছটি ঘেষেই চত্বরে প্রবেশের প্রধান সড়ক। আবার গাছটির ঠিক ৪-৫ গজ দূরেই নির্বাহী কর্মকর্তার বাংলোর প্রধান ফটক ও প্রতিরক্ষা দেওয়াল। সম্প্রতি গাছটির অগ্রভাগের ছোট ডালপালা মাঝে মধ্যে ভেঙ্গে নীচে পড়ছে। যে কোন সময় চারিদিকে ছড়িয়ে থাকা বড় ডাল বা গাছটিও ভেঙ্গে নীচে পড়তে পারে। ফলে ঘটে যেতে পারে হতাহতের ঘটনা। তাই প্রতিদিন উপজেলায় আসা বিভিন্ন বয়সের সেবা গ্রহিতা নারী পুরূষ ও শিশুরা থাকেন আতঙ্কে। উপজেলা চত্বরের মসজিদের মুসল্লিরা, নিজ সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরাইল একাডেমির শিক্ষক শিক্ষার্থীরা এই গাছের নীচ দিয়ে নিয়মিত যাতায়ত করছেন। তারা ঝুঁকি নিয়েই এই জায়গাটি পার হন। দলিল লেখক সৈয়দ নাদির হোসেন বলেন, গাছটি মরে গেছে। যেকোন ডাল বা গাছটিই ভেঙ্গে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নীচ দিয়ে যাওয়ার সময় কয়েকবার উপরের দিকে তাকায়। কারণ ডাল উপরে পড়লেও গুরূতর আহত হতে পারি। এমনকি মৃত্যুও হতে পারে। এই মূহুর্তে গাছটি কেটে ফেলাই সকলের জন্য নিরাপদ। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, আসলেই এটি ঝুঁকিপূর্ণ। ভেঙ্গে পড়ে আমিও তো আহত হতে পারি। জেলার সমন্বয় সভায় বিষয়টি বলেছি। গাছটি কাটার সিদ্ধান্ত হয়েছে। রেজুলেশন হাতে পেলেই গাছটি কেটে ফেলব।