সরাইলে ৬ ঘন্টায় এক বুথে ১১ ভোট! কাস্টিং ভোটের হার ৭ ভাগ

0
131
img 20230201 135857
img 20230201 135857

মাহবুব খান বাবুল: সরাইল ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৬ ঘন্টায় এক বুথে কাস্ট হয়েছে মাত্র ১১ ভোট। ওই কেন্দ্রে তখন পর্যন্ত কাস্টিং ভোটের হার শতকরা ৭ ভাগ। ভোটার না থাকায় কেন্দ্রের বারান্দায় বসে এনরয়েড সেটে গেইমস খেলে সময় কাটাচ্ছেন আনসার সদস্যরা। উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ৬টি বুথের সকলেই বেকার বসে আছেন। তারা বলেন ভোটার নেই। কী আর করব। বসে অপেক্ষা করছি। বারান্দায় গিয়ে দেখা যায় একজন পুরুষ আনসার সদস্য ও দুইজন মহিলা আানসার সদস্য এনরয়েড সেটে গেইমস খেলছেন। গণমাধ্যম কর্মী বুঝতে পেরে হতকচিত হয়ে নড়েচড়ে বসেন। বাহিরে ঘুরাফেরা করছেন পোলিং অফিসাররা। পরে ৫ নম্বর বুথের কাস্টিং ভোট কত জানতে চাইলে দায়িত্বরা ইভিএম মেশিন ঘুরিয়ে দেখান। মেচিনে দেখা যায়, বুথের মোট ভোটার ৪৩৭ জন। বেলা আড়াইটার দিকে ওই বুথে কাস্টিং ভোটের পরিমাণ হলো ১১ টি। যার শতকরা হার মাত্র ২.৫ ভাগ।
ওই কেন্দ্রে মোট ভোটার ২৮৪৫ জন। আর ৬ ঘন্টায় কাস্ট হয়েছে ১৯৫ টি ভোট। কেন্দ্রে কাস্টিং ভোটের শতকরা হার ৭ ভাগেরও কম। কয়কজন ভোটার জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতারা লোকজনকে আনতে বাড়ি বাড়ি যাচ্ছেন। লোকজন আসছেন না। না আসার কারণ জানতে চাইলে বলেন, সবাই জানেন সকল প্রার্থীকে সরিয়ে সাত্তার সাহেবকে রাখা হয়েছে। এখানে কোন প্রতিদ্বন্দিতা নেই। পাস তো সাত্তারই করবেন। তাই কেউ কেন্দ্রে ভোট দিতে আসছেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here