সরাইলে ৪৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

- আপডেট সময় : ০৮:৩৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২ ১৭২ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুল: সরাইল থেকে:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিশ্বরোড মোড়ে অভিনব কায়দায় পাচারকালে ৪৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছেন পুলিশ। আজ মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড় এলাকায় একটি পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছেন র্যাব-১৪-এর সদস্যরা। পুলিশ সদস্যরা জানায়, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের বিশ্বরোড এলাকায় অভিযান চালায় র্যাব-১৪ এর সদস্যরা। অভিযানকালে সকাল সাড়ে ১১টার দিকে বিজয়নগর থেকে ভৈরব/ ঢাকাগামী একটি পিকআপ ভ্যান আটক করেন। পিকআপ ভ্যানটিতে তল্লাশি চালায়। তল্লাশিকালে ভ্যানটির বডির নিচে অভিনব কায়দায় তৈরী করা রয়েছে একটি বক্স। ওই বক্সের ভেতর থেকে কস্টেপ দিয়ে মোড়ানো ২২ টি গাঁজার বান্ডিল উদ্ধার করেন র্যাব-১৪ এর সদস্যরা। এই গুলির ওজন ৪৫ কেজি ৫০০ গ্রাম। পাচারকারী দুই ব্যবসায়ি ময়মনসিংহ জেলার মুরাদপুর গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে মো. শামসুল হুদা (৩২) ও একই জেলার তারাকান্দা থানার ফতেহপুর গ্রামের প্রয়াত আক্কাস আলীর ছেলে মো. ইমন মিয়া (২১)। র্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে চোরা চালানের মাধ্যমে মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় ও ব্যক্তির কাছে বিক্রয়ের কথা এরা স্বীকার করেছে।