সরাইলে ৪৭৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

- আপডেট সময় : ০৯:৪৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৯৩ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুল: সরাইল থেকে:
সরাইলে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহিন প্রকাশ গার্ড মার্ডার শাহিন (৩৮) ও বাবু সরকার (৩৮) নামের দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছেন পুলিশ। দু’জনের বাড়িই জেলা শহরে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে সরাইল সদরের হ্যালো বেকারীর সামনের সড়ক সংলগ্ন কবরস’ানের পাশ থেকে তাদেরকে গ্রেপ্তার করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) শিহাবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। শাহিন জেলা শহরের দক্ষিণ মৌড়াইল এলাকার প্রয়াত জালাল মিয়ার ছেলে। আর বাবু সরকার কাজীপাড়ার প্রয়াত আবদুল খালেক সরকারের ছেলে। তাদের বিরূদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, ভয়ে কিছু বলি না। এরা মাদকের চালান এনে আশপাশের বেশ কয়েকজন খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে চলে যায়। আর ওই খুচরা বিক্রেতারা সরাইল সদরের বিভিন্ন পাড়ায় মহল্লায় ঘুরে ঘুরে এই ট্যাবলেট বিক্রি করে থাকে। আমাদের স্কুল কলেজে পড়-য়া ছেলে মেয়েদের নিয়ে চরম আতঙ্কে আছি। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, শাহিনের বিরূদ্ধে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় ১টি হত্যা মামলা, ডাকাতির প্রস’তির ১টি ও মাদকের ৭ মামলাসহ ৯টি মামলা রয়েছে। আর বাবু সরকারের বিরূদ্ধে ছিনতাই ও মাদকসহ ৩টি মামলা রয়েছে।