মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
কোন কাগজপত্র ছাড়াই অবৈধ পন্থায় বহন কালে ৪শত বস্তা মিউরেট অব পটাশ সারসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন সরাইল থানা পুলিশ। জব্দ করেছেন সার বহনকারী কার্গো কাভার্ট ভ্যানটিও। গত মঙ্গলবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুর দ্বিতীয় গেট এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করেন। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, সরকারী সার মিউরেট অব পটাশ। ২-৩ জনের একটি গ্রূপ ৪শত বস্তা সার নিয়ে আশুগঞ্জ থেকে সিলেটের দিকে যায়। সরকারী এই সার গুলোর বৈধ কোন কাগজপত্র ছিল না। সিলেট অথবা মৌলভী বাজার এলাকায় সার গুলি দিতে পারেননি। ফলে গাড়ীসহ সার নিয়ে ফেরৎ আসেন চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন ও এস আই মো. আবু বক্কর ছিদ্দিক সঙ্গীয় ফোর্স দিয়ে মহাসড়কের শাহবাজপুরের রাজ্জি চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন পাকা সড়কে অভিযান চালায়। অভিযানকালে তারা অবৈধ এই কাজের সাথে জড়িত ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ উপজেলার সোহাগ পুর দক্ষিণ পাড়ার মো. সাদ্দাম হোসেন (৩৫)। একই গ্রামের মো. নুরূ মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম (৩০)। গ্রেপ্তারকৃত আসামী সাদ্দাম হোসেনের বিরূদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ৪টি, পুলিশের উপর হামলার অভিযোগে ২টি ও সন্ত্রাস বিরোধী আইনের ১টি সহ মোট ৭টি মামলা রয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারী এই সার গুলির বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি তারা। গাড়িটির চালক সাদ্দাম হোসেনের আপন ভাই। তাদের বিরূদ্ধে ১৯৭৪ খ্রিষ্টাব্দের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।