ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩ টি বিষধর সাপ আটক করেছেন বেলায়েত হোসেন জীবন নামের এক সাপুড়িয়া। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার অরূয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামের আরতঘাটের এক ঝোঁপঝাঁড় থেকে সাপ গুলো আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, আরতঘাট এলাকার আছগর আলীর বাড়ির পাশের ঝোঁপঝাঁড়ে গত বেশ কয়েকদিন ধরে সাপের ওৎপাৎ চলছিল। সেখানে সাপের নড়াচড়ায় আরতঘাট এলাকার লোকজনের মধ্যে সাপ আতঙ্ক ছড়িয়ে পড়ছিল। চাল ব্যবসায়ি আছগর আলী ওঝাঁ বেলায়েত হোসেনকে বাড়িতে ডেকে আনেন। ওঝাঁ দীর্ঘ ১ ঘন্টারও অধিক সময় চেষ্টার পর ওই ঝোঁপঝাঁড় থেকে ২টি গোখরূ ও ১টি দারাইস সাপ আটক করতে সক্ষম হন। সাপ আটকের সংবাদে এক নজর দেখার জন্য আছগর আলীর বাড়িতে স্থানীয় উৎসুক লোকজন ভীড় জমায়।
মাহবুব খান বাবুল