সংবাদ শিরোনাম ::
সরাইলে ২ মাদকসেবীর ৩ মাসের কারাদন্ড
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২ ১৯৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২ মাদকসেবীর ৩ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। উপজেলার সদর ইউনিয়নের আলীনগর গ্রামে গত সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মাদকসেবনকালে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, আলীরগর গ্রামের সাজিদ মিয়া (৩৬) ও জিয়া (৪১) নামের দুই যুবক দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে সেবন করাকালে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে উপসি’ত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আরিফুল হক মৃদুল। গ্রেপ্তারকৃত দৃই যুবক স্বীকারূক্তিমূলক জবানবন্দি দেওয়ায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আরিফুল হক মৃদুল তাদের প্রত্যেককে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। গতকাল তাদেরকে জেলহাজতে প্ররণ করা হয়েছে।
মাহবুব খান বাবুল