ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২৫ কেজি ৬শত গ্রাম গাঁজাসহ দুলাল মিয়া (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে শোলাবাড়ি মেঘনা নদীর পাড়ের এবিসিও ব্রীক মিলে অভিযান চালায় সরাইল থানার এস আই পংকজ দাশের নেতৃত্বে একদল পুলিশ। অভিযানকালে পুলিশ মাদক কারবারি দুলাল মিয়াকে গ্রেপ্তার করেন। পরে তল্লাশি চালিয়ে দুলালের দেহ থেকে ২৫ কেজি ৬শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দুলালের বিরুদ্ধে সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মাহবুব খান বাবুল