সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০১ জন নারী শিক্ষার্থীকে দেয়া হয়েছে বিদায় সংবর্ধনা। এ উপলক্ষে আজ রবিবার সকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়ার মাহফিল। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল। সহকারি শিক্ষক গাজী আব্দুল মাজিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন, গাজী আব্দুর রাজ্জাক, সমাজসেবক মো. রহমত হোসেন প্রমূখ। পরে মিলাদ মাহফিল শেষে ২০১ জন মাধ্যমিক পরীক্ষার্থীসহ সকলের জন্য দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমান উল্লাহ। সকল শিক্ষার্থীকে মিষ্টি খাইয়েছেন নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল। প্রসঙ্গত: আগামী মাধ্যমিক পরীক্ষায় বালিকা থেকে মানবিক বিভাগে ১০৫ জন, বিজ্ঞান বিভাগে ৪৪ জন ও ব্যবসা শিক্ষা শাখায় ৫২ জন নারী শিক্ষার্থী অংশ গ্রহন করবে।
মাহবুব খান বাবুল