সরাইলে ১০ শিক্ষা প্রতিষ্ঠান পেল ১১০টি বই

- আপডেট সময় : ০৭:৩৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ ১৫২ বার পড়া হয়েছে
সরাইলের ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান বিনামূল্যে পেল ১১০ টি বই। প্রাপ্তির তালিকায় ৩ টি কলেজ ও ৭ টি মাধ্যমিক বিদ্যালয়। বই গুলো হচ্ছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর আত্মজীবনী, শেখ রাসেল ইত্যাদি বিষয়ের উপর লেখা (ঐতিহাসিক)। আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠান প্রধানদের হাতে এই বই গুলো তুলে দেন। প্রত্যেক প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে ১১টি করে বই। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান। কলেজ ৩ টি হলো- সরাইল সরকারি কলেজ, অরূয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ ও সরাইল মহিলা কলেজ। মাধ্যমিক বিদ্যালয় গুলো হচ্ছে- শাহবাজপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, অরূয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়, সামছুল আলম উচ্চ বিদ্যালয়, কুট্রাপাড়া উচ্চ বিদ্যালয়, পাকশিমুল হাজী শিশু মিয়া উচ্চ বিদ্যালয় ও চুন্টা অবিনাশ চন্দ্র একাডেমি।
মাহবুব খান বাবুল