মাহবুব খান বাবুল: সরাইল থেকে:
সরাইলে সড়ক দূর্ঘটনায় নিহত অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছেন হাইওয়ে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুর তিতাস নদীর উপর ব্রীজের উত্তর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল থেকে সন্ধ্যার যেকোন সময় গাড়ির চাপায় অথবা চাকায় পৃষ্ট হয়ে যুবকটির মৃত্যু হয়েছে। দেহ থেকে নারীভূরি বের হয়ে থেতলে গেছে। বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। ব্রীজের উত্তর পাশেই লাশটি পড়েছিল। দীর্ঘদিন ধরে তিতাসের উপর নির্মিত ব্রীজের উত্তর পাশের লাইট গুলো জ্বলছে না। এখনো নিহতের সন্ধ্যান মিলেনি। কুট্রাপাড়া মোড় হাইওয়ে থানা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি সনাক্ত করতে আঙ্গুলের চাপ রাখতে হবে। তাই পিবিআই- এর সহযোগিতা চেয়েছি। তারা আসলে সনাক্তকরণের কাজ করব।