সরাইলে সামাজিক সম্প্রীতি সমাবেশ

- আপডেট সময় : ০৬:১৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ৮৬ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খানের সঞ্চালনায় ও নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন-জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, ভাইস চেয়ারম্যান আবু হানিফ, সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম জেলা আনসার কমান্ডডেন্ট মো. ইসমাইল হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ নাজমুল হোসেন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, ইউপি চেয়ারম্যান মো. মনসুর আহমেদ, মোশাররফ হোসেন ভূঁইয়া, মুক্তিযোদ্ধা অক্ষয় কুমার চৌধুরী, সরাইল হাটখোলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমান উল্লাহ, থানা মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালেক, উপজেলা পূঁজা উৎযাপন কমিটির সভাপতি দেবদাস সিংহ রায় ও সাধারণ সম্পাদক ঠাকুর ধন বিশ্বাস। বক্তারা বলেন, সামাজিক সম্প্রীতি নিশ্চিত করার লক্ষে শারদীয় দূর্গোৎসবে সরাইলের ৪৭ টি মন্ডপের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে দায়িত্ব নিয়ে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এর আগে জেলা প্রশাসক মো. শাহগীর আলমের নেতৃত্বে সরাইল সদরের প্রধান সড়কে দাঙ্গা প্রতিরোধে ক্যাম্পেইন ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উভয় কর্মসূচিতে স্কুল কলেজের শিক্ষক, স্কাউট সদস্য ও কয়েকশত শিক্ষার্থী অংশ গ্রহন করেছে।