ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দৈনিক সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে সরাইল প্রেস ক্লাব সভাপতি মোঃআইয়ুব খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি কামরুজ্জামান আনসারী, ও,সি মোঃ আসলাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ ইসমত আলী, উপজেলা ভাইসচেয়ার মোঃ হানিফ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সৈয়দ কাউসার আহমেদ তানভীর,সরাইল প্রেস ক্লাব সাধারন সম্পাদক মাহবুব খাঁন বাবুল প্রমুখ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলী,সাবেক ইউ,পি চেয়ারম্যান আব্দুল জব্বার,ছাত্রনেতা হুসাইন মোহাম্মদ শাওন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন প্রমুখ। সরাইল প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার সরাইল প্রতিনিধি এস,কে ইউসুফের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সময়ের আলোর সরাইল প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম।
মাহবুব খান বাবুল