গ্রাহক, সহকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, লেখক, গবেষক, সাংবাদিক ব্যবসায়িসহ স্থানীয় সর্বস্থরের মানুষের ফুলের শুভেচ্ছা ভালবাসা আর প্রশংসায় সংবর্ধিত হলেন সরাইল সোনালী ব্যাংকের সাবেক ব্যাংক কর্মকর্তা মো. মোতাহার হোসেন। গত সোমবার সন্ধ্যায় ব্যাংকে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের ভূঁয়োশি প্রশংসা করেছেন সকলেই। সূত্র জানায়, সোনালী ব্যাংক পিএলসি সরাইল শাখার সিনিয়র অফিসার মো. মোতাহের হোসেন। ৪০ বছর অত্যন্ত নিষ্ঠা সততা দক্ষতা ও আন্তরিকতার সাথে গ্রাহক সেবা দিয়েছেন মোতাহার হোসেন। গত ২ জুন তাঁর চাকরী জীবনের পরিসমাপ্তি ঘটেছে। তাই ব্যাংক কর্তৃক্ষের আয়োজনে গত সোমবার রাতে বর্তমান ব্যবস্থাপক মো. ফরিদুর রহমান শাওন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া। সিনিয়র অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, এই ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মো. মনিরূজ্জামান মিয়া, সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ত্রিতালের অধ্যক্ষ লেখক ও গবেষক সঞ্জীব কুমার দেবনাথ, শিক্ষক দেওয়ান রওশন আরা লাকি, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফজলুল হক মৃধা, সরাইল মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান ও ব্যাংক কর্মকর্তা পঙ্কজ চন্দ্র দাস প্রমূখ। প্রধান অতিথি বলেন, অতিথিদের বক্তব্যে আমরা নিশ্চিত হয়েছি মোতাহার হোসেন ছিলেন ব্যাংকিং খাতের একটি অমূল্য সম্পদ। উনার সাথে কাজ করে আমি নিজেও বুঝেছি। বিধির কারণে উনি অবসরে চলে যাচ্ছেন। এতে এই শাখার অপূরণীয় ক্ষতি হবে। আমরা উনার অবসরকালীন জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করি।
News Title :
সরাইলে সংবর্ধিত হলেন ব্যাংক কর্মকর্তা মোতাহার হোসেন
- মাহবুব খান বাবুল, সরাইল:
- Update Time : 10:56:19 pm, Tuesday, 4 June 2024
- 101 Time View
Tag :
জনপ্রিয় খবর