মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
সরাইলের কিশালয় বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মো. জিয়া উদ্দিন ঠাকুর স্মরণে আজ শনিবার সকালে সদর ইউনিয়নের বড়দেওয়ান পাড়ায় নিজ প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে উনার চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে এক স্মরণ সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় উপস্থিত ছিলেন কয়েকশত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। জিয়া উদ্দিন ঠাকুরের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত আলোচনা করেন-মো. মোহাম্মদ উল্লাহ, সরাইল মহিলা কলেজের প্রভাষক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, প্রতিষ্ঠানের পরিচালক রায়হান উদ্দিন ঠাকুর পথিক, সহকারি শিক্ষক লাইলা নিগার ও মাওলানা ওমর ফারূক। বক্তারা বলেন, শিক্ষার্থীদের কাছে পাঠদানকে আকর্ষণীয় ও মজাদার করার সকল কৌশল জানা ছিল জিয়া উদ্দিন ঠাকুরের। শিক্ষা আদর্শ ও নৈতিকতা গঠনের ক্ষেত্রে তাকে অনুকরণ অনুসরণ করা উচিত। তার হাতে গড়া মানুষ গড়ার এই কারখানা থেকে যতদিন মানুষ বের হবে ততদিনই সদকায়ে জারিয়ার সওয়াব পেয়ে থাকবেন। এই মহান কাজের মাধ্যমে তিনি মরেও আমাদের মাঝে অমর থাকবেন চিরকাল। সবশেষে উনিসহ সকল প্রয়াতের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা বিকাল শাহি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমান উল্লাহ।