জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরাইলে স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল রোববার সকালে সরাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান। সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন, খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম ও জেলা পরিষদ সদস্য মো. পায়েল হোসেন মৃধা। সরাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিনের (দৈনিক প্রথম আলো) স্বাগত বক্তব্যের পর বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মো. মাহফুজ আলী। উপস্থিত ছিলেন- সরাইল প্রেসক্লাবের সহসভাপতি মো. জুলকার নাঈন (দৈনিক ইত্তেফাক), অর্থ সম্পাদক মো. আব্দুল করিম (দৈনিক নয়াদিগন্ত), সাহিত্য ও পাঠাগার সম্পাদক জহিরূল ইসলাম রিপন (দৈনিক ভোরের কাগজ), দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুদ (বিজয় টিভি), সদস্য মো. মুরাদ খান (দৈনিক যুগান্তর), সাংবাদিক এম মনসুর আলী (আজকের কাগজ) ও দীপক কুমার দেবনাথ (মুক্তির লড়াই) সহ অন্যান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, অতীতের মত পত্রিকাটি দেশের উন্নয়ন ও অগ্রতির পাশাপাশি শিক্ষা বিপ্লবেও গুরূত্বপূর্ণ ভূমিকা রাখবে। সত্য প্রকাশে নির্ভিক এই পত্রিকাটি স্বচ্ছ ও বস’নিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত বক্তারা বলেন, যুগান্তর পত্রিকার স’ানীয় প্রতিনিধি শুধু মুরাদ নয় সরাইল প্রেসক্লাবের প্রত্যেকটি সাংবাদিকই সৎ, শিক্ষিত, মেধাবী, যোগ্য, দক্ষ ও সৃষ্টিশীল। তারা তাদের ক্ষুরধার লেখনির দ্বারা সমাজ দেশ ও জাতীর সেবা করে যাচ্ছে। নির্ভয়ে জাতীর সামনে তুলে ধরছে চারিদিকের অন্যায় অনিয়ম দূর্নীতি ও অসঙ্গতি। এরা ভূমিকা রাখছে শিক্ষা সাহিত্য ও সংস্কৃতিতে।
মাহবুব খান বাবুল