সরাইলে মেঘনার ভাঙ্গন অব্যাহত থাকায় পানিশ্বরের পালপাড়া ও আজবপুরের নদী বন্দরসহ অনেক ইতিহাস ঐতিহ্য বিলীন হয়ে গেছে। বসতভিটে হারিয়ে অনেক পরিবার চলে গেছেন অন্যত্র। তাই এই ভাঙ্গন রোধে সাবেক ছাত্রলীগ নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর ডিও লেটারের প্রেক্ষিতে আশুগঞ্জ থেকে পাকশিমুল পর্যন্ত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। এ উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় আজবপুর গ্রামে অনুষ্ঠিত এক জন সভায় বিষয়টি জানিয়েছেন সাজু। বেড়িবাঁধ নির্মিত হলে ওই অঞ্চলের সহস্রাধিক পরিবার ও চাতাল মালিকদের মাঝে ফিরে আসবে স্বস্থি। তাই সভায় আগত লোকজন আশার বাণী শুনে ছিলেন উৎফুল্ল। স্থানীয় সূত্র জানায়, মেঘনার ভাঙ্গন থেকে বাঁচতে সরাইলে মেঘনার তীরবর্তী পানিশ্বর ইউনিয়নের কয়েকটি গ্রাম ও চুন্টার আজবপুর গ্রামের বাসিন্দাদের আকুতি দীর্ঘদিনের। সম্প্রতি আশুগঞ্জ থেকে আজবপুর পর্যন্ত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য পানি সম্পদ উপমন্ত্রীর কাছে ডিও লেটার দিয়েছেন বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাষ্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। বাঁধ নির্মাণে দ্রূত ব্যবস্থা নিতে মন্ত্রী লিখিত নির্দেশ দিয়েছেন ডিজি কে। এই দাবীকে আরো জোরদার করতে মেঘনার তীরবর্তী ভাটি অঞ্চলের সর্বস’রের জনগণের আয়োজনে আজবপুর বালুর মাঠে গত শনিবার প্রবীণ আওয়ামী লীগ নেতা সফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন শাহজাহান আলম সাজু। বক্তব্য রাখেন- সরাইল উপজেলা কৃষক লীগের সভাপতি মো. শফিকুর রহমান, আশুগঞ্জ শিক্ষা উন্নয়ন পরিষদের সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সরাইলের স্বাশিপ সদস্য সচিব শাহগীর মৃধা, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ফারূক হোসেন, আওয়ামী লীগ নেতা আমান উল্লাহ আমান, জেলা ছাত্রলীগ নেতা মারূফ খান, প্রভাষক রূহুল আমিন, মাজু মিয়া, মো. আপেল মাহমুদ, আক্তার হোসেন, আক্কাস আলী মন্ডল, মনজু মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা কামরূল হাসান প্রমূখ। প্রধান অতিথি বলেন, এক সময় রাতের বেলা এখানে নৌ-বহরের জ্বলমলে লাইট দেখে পানির শহর বলা হত। এ থেকেই পানিশ্বর নামটির উৎপত্তি। কালের আবর্তে মেঘনার ভাঙ্গনে এখানকার মানুষ জন দিশেহারা। ভিটেমাটি বাপ দাতার সম্পত্তি ও চাতাল মিল গুলো চোখের ফলকে চলে যাচ্ছে নদীতে। প্রতিবছরই নদী পাড়ের মানুষদের আহাজারিতে ভারী হয়ে ওঠে নদী পাড়ের পরিবেশ। উপমন্ত্রী মহোদয়ের সাথে সরাসরি কথা বলেছি। ডিও লেটার দিয়েছি। তিনি গুরূত্ব সহকারে আমল দিয়েছে। সংশ্লিষ্টদের স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা গ্রহন করতে লিখিত নির্দেশ দিয়েছেন। এটা এই অঞ্চলের মানুষের জন্য অবশ্যই আশার সংবাদ। সভায় উপসি’ত সহস্রাধিক লোক করতালির মাধ্যমে সাজু ও সরকারকে সাধুবাদ জানান। স্থানীয় লোকজন বেড়িবাঁধটি নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন।
মাহবুব খান বাবুল