সরাইলে মুঠোফোনে ছোটন তলা পাত্র (৪৮) নামের এক স্বর্ণ ব্যবসায়ির কাছে চাঁদা দাবী করছে অজ্ঞাতনামা ব্যক্তি। চাঁদা না দিলে ব্যবসার ক্ষতি ও তার তিন ছেলেকে হত্যার হুমকিও দিচ্ছে। ব্যবসায়ির বাড়ি সরাইল সদর ইউনিয়নের বণিক পাড়া এলাকায়। এ ঘটনায় ওই ব্যবসায়ি গত ১৭ আগষ্ট বুধবার সরাইল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন (জিডি নং-৯৭৫, তারিখ-১৭.০৮.২০২২ খ্রি.)। জিডি ও ব্যবসায়ি সূত্র জানায়, মন মোহন তলা পাত্রের ছেলে ছোটন তলা পাত্র বণিকপাড়ায় স্বর্ণের ব্যবসা করছেন। গত ১৭ আগষ্ট বুধবার বিকাল অনুমান ৫টা ৫৭ মিনিটে অজ্ঞাতনামা ব্যক্তি তার ব্যবহৃত মুঠোফোন থেকে (০১৯৯৬-৭২৯৮৮০) ছোটন তলা পাত্রের ব্যবহৃত নম্বরে (০১৬২৬-২৭০৫৫১) ফোন দেয়। ছোটন রিসিভ করার পর ওই ব্যক্তি বলেন, ‘গতকাল ছোটনের বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল। অনেক বড় করে অনুষ্ঠান করেছে। ছোটনের ৩ ছেলে আছে। ৩ ছেলেকে সুস্থ্য ও বাঁচিয়ে রাখতে চাইলে ছোটনকে তার কথা শুনতে হবে। তাকে তার কথা মত চাঁদা দিতে হবে।’ ফোনে প্রতিনিয়ত খারাপ ও অশ্লীল আচরণ করতে থাকে। ভবিষ্যতে ভালভাবে ব্যবসা করতে ও ছেলেদের প্রাণে বাঁচিয়ে রাখতে চাইলে তাকে চাঁদা প্রদান করতে হবে। নতুবা ছোটনকে বড় ধরণের ক্ষতি করার হুমকি দেয়। আবারও ফোন দিয়ে বলে তাকে চাঁদা না দিলে ও বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ তার কিছুই করতে পারবে না। বরং ছোটনের আরো ক্ষতি হবে। অজ্ঞাতনামা ওই ব্যক্তির ভয়ে এখন ভীতসন্ত্রস্থ অবস্থায় আছেন ছোটন। তিনি বিষয় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়েছেন। আবার নিরাপত্তা চেয়ে সরাইল থানায় জিডিও করেছেন। মুঠোফোনে কথোপকথনের ১১ মিনিটের অডিও রেকর্ডে শুনা যায়, অজ্ঞাতনামা ব্যক্তি ছোটনকে বলেন আমার টাকার দরকার। তুই টাকা দিবি। টাকা না দিলে তোর ছেলেকে খাব। তুই ছেলে চাস নাকি টাকা চাস। ১০ লাখ টাকা দিয়েও তোর ছেলেকে পাবি না। পাবি ছেলের লাশ। অশ্লীল ভাষায় গালি দিয়ে বলে পেট্রোল দিয়ে তোর সব কিছু পুড়িয়ে দিব। কারেন্টের তার লাগিয়ে তোরে মেরে ফেলব। জিডি’র তদন্তকারী কর্মকর্তা এস আই মো. আবু বক্কর ছিদ্দিক বলেন, আমরা এ বিষয়ে কাজ করছি।
মাহবুব খান বাবুল