মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের দেওড়ায় মাদক প্রতিরোধে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে ‘ইনসাফ গ্রূপ’। রানার আপ হয়েছে ‘ডাইনামিক কিংস’। স্থানীয় একদল যুবকের উদ্যোগে আয়োজিত ফাইনাল ম্যাচটি শনিবার বিকালে পাঠানবাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। বিকাল ৫ টায় ম্যাচের আনুষ্ঠানিক উদ্ধোধন ঘোষণা করেন শাহজাদাপুর ইউনিয়নের পরপর দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন। নির্ধারিত সময়ের মধ্যে গোলের দেখা পায়নি কোন দল। অতিরিক্ত সময়েও বিরাজ করে সমতা। পরে ট্রাইবেকারে ২-১ গোলে জয়লাভ করে ‘ইনসাফ গ্রূপ’। শ্রেষ্ঠ খেলোয়ারের পুরস্কার পেয়েছেন শুব্রত। খেলাটি পরিচালনা করেছেন মো. তকদির মিয়া। সন্ধ্যায় আজম, শাহআলম, বকুল, তারেক সহ স’ানীয় একদল যুবকের সার্বিক সহযোগিতায় বিশিষ্ট সালিসকারক ও সমাজসেবক মো. আকরাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সমাজসেবক এডভোকেট মো. নুরূজ্জামান লস্কর তপু। মো. মোত্তাকিন ঠাকুরের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন সরাইল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ি ও সমাজসেবক শফিকুল ইসলাম বকুল, মো. মুখলেছুর রহমান, বিএনপি নেতা মো. শাহআলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ নাদির হোসেন। এ ছাড়া অনুষ্টানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা ও ইউনিয়নের যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি দলনেতার হাতে চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রপি তুলে দেন। প্রসঙ্গত: এই টুর্নামেন্টে শুধু দেওড়া গ্রামেরই ২০টি দল অংশ গ্রহন করেছিল। জাতীয় খেলা ফুটবলের প্রতি এখনো শিশু কিশোর ও যুবকদের ভালবাসা আকর্ষনই এর প্রমাণ।