সরাইলে মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী খোরশেদ আলমের ইন্তেকাল

- আপডেট সময় : ০২:৩৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২ ২০৬ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুল: সরাইল থেকে:
সরাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি রোকেয়া বেগমের স্বামী খোরশেদ আলম ভূঁইয়া (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। দীর্ঘদিন চিকিৎসা শেষে গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কালীকচ্ছ দত্তপাড়ায় নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ যোহর বাড়ি সংলগ্ন আমির হামজা রা: মসজিদ মাঠে জানাযা শেষে উনার লাশ কুট্রাপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উনার জানাযায় অংশ গ্রহন করে শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি আ’লীগ নেতা এডভোকেট কামরূজ্জামান আনসারী, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলী, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, সরাইল মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মো. মাহফুজ আলী, জেলা পরিষদ সদস্য পায়েল হোসেন মৃধা, জেলা পরিষদ সদস্য পদ প্রার্থী মো. জাকির হোসেন ও আব্দুল মালেক প্রমূখ।