জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫এর ১৫ আগষ্ট যারা শহীদ হয়েছেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ছাদেক মিয়া ও স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন সকল শহীদের শরণে আজ শুক্রবার বাদ জুম্মা আখিতারা বায়তুল আমান জামে মসজিদে ঢাকাস্থ সরাইল-আশুগঞ্জ মৈত্রী সমিতির উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। নোয়াগাঁও ইউনিয়নের আখিতারা বায়তুল আমান জামে মসজিদ সাধারণ সম্পাদক সাইমুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন- সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য, সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য ও অরুয়াইল উকিল আব্দুস ছাত্তার ডিগ্রী কলেজের ব্যাবস্থাপনা পরিষদের সভাপতি কামরুজ্জামান আনসারী। উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ তানবির হোসেন কাউসার, কৃষকলীগের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, জেলা পরিষদের সদস্য পায়েল হোসেন মৃধা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মাহফুজ আলী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আশরাফ উদ্দিন মন্তু প্রমূখ। সবশেষে মরহুম মো. সাদেক মিয়ার কবর জিয়ারত করেন সকল নেতা র্কমীরা । দোয়া পরিচালনা করেন হাফেজ মহিবুল্লাহ।
মাহবুব খান বাবুল