সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
- আপডেট সময় : ০৮:৫৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২ ২০৭ বার পড়া হয়েছে
সরাইলে বসতবাড়ি নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম মিয়া (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূঁইশ্বর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত সেলিম চুন্টা ইউনিয়নের ঘাগরাজোর গ্রামের আলী আকবরের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, সেলিম বিদ্যুতে চালিত মেশিনে রড কাটার কাজ করত। অন্যান্য দিনের মত গতকালও ভূঁইশ্বর গ্রামের আব্দুল মতিনের বাড়িতে কাজ করতে গিয়েছিল। বিদ্যুৎচালিত মেশিনে রড কাটায় ব্যস্ত কিশোর শ্রমিক সেলিম। মেশিনের ক্যাবলের কোন এক জায়গায় ফোটো ছিল। জানত না সেলিম। ওই ফোটো বা ছিদ্রতে সেলিমের হাত যাওয়া মাত্র শট করে। দূরে ছিটকে পড়ে সেলিম। ঘটনাস্থলেই মারা যায় ওই কিশোর। ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট হয়েছে। পরিবার বা স্বজনদের কোন ধরনের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।
মাহবুব খান বাবুল