সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা পশ্চিমপাড়ার বাসিন্ধা প্রবাসী ইকবাল হোসেন (৩৫) নামের এক যুবক আজ বুধবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। দুই সন্তানের জনক ইকবাল আব্দুর রউফ মিয়ার ছোট ছেলে। সামাজিক ও পরোপকারি ইকবালের আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা। গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুর কয়েক সেকেন্ড আগেও তার শিশু সন্তানকে বাঁচানোর চেষ্টা করে গেছেন ইকবাল।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, প্রায় ৮-১০ বছর সৌদী আরবে ছিলেন ইকবাল। গত কয়েক বছর আগে একেবারে দেশে এসে পড়েছেন তিনি। মা বাবা স্ত্রী সন্তানদের নিয়ে ভালই চলছিল ইকবালের পরিবার। অভাব না থাকায় সবসময় পরোপকারেই ব্যস্ত থাকতেন। বাড়ির পাশেই প্রায় ৫-৬ বিঘা পরিমাণ একটি জমি। ওই জমিটিতে গ্রামের ছেলেদের খেলাধূঁলার আয়োজন করতে দিতেন। যেকোন প্রতিযোগিতা বা অনুষ্ঠানে পাড়ার ছেলেদের পাশে দাঁড়াতেন। সম্প্রতি ইকবাল ওই জায়গাটির চারিদিকে প্রতিরক্ষা দেওয়াল নির্মাণ করেছেন। প্রতিদিন সকালবেলা পাশেই বিদ্যুতের মেইনলাইনে সংযোগ দিয়ে মটরের সাহায্যে দেওয়ালে পানি দিতেন। অন্যান্য দিনের মত গতকালও সকালে মটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে স্পৃষ্ট হয়ে পড়েন। এক সময় পাশের পুকুরে ছিটকে পড়েন। আশপাশের লোকজন এসে ইকবালকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই ইকবাল হোসেনের লাশ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
মাহবুব খান বাবুল