মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় বিজিবি দিবস-২০২২ উদ্যাপিত হয়েছে। এই উপলক্ষে এক প্রীতিভোজের আয়োজন করেন বিজিবি। আজ বেলা ২টায় শুরূ হওয়ার কথা থাকলেও প্রধান অতিথি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (৩১২) উম্মে ফাতেমা নাজমা বেগম আসেন বিকাল ৩ টায়। স্বাগত বক্তব্য রাখেন- রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যের পর বেলা সোয়া ৩ টায় শুরূ হয় প্রীতিভোজ। প্রীতিভোজে অংশ গ্রহন করেন সরাইলস’ ২৫ বিজিবি’র কমান্ডিং অফিসার (সিও) লে. কর্ণেল সৈয়দ আরমান আরিফ (পিএসসি), অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হেলেনা বেগম, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, সাধারণ সম্পাদক ও সরাইল মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, সাংবাদিক মো. শফিকুর রহমান, আবেদুর-অর-শাহিন, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি আমিরজাদা চৌধুরী ও সম্পাদক ফয়সাল মাহমুদ। এ ছাড়াও রিজিয়ন সদর, আরআইবি সরাইল ও সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীর সৈনিক, অসামরিক কর্মচারীবৃন্দ স্বপরিবারে উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি পালন উপলক্ষে উত্তর -পূর্ব রিজিয়ন সরাইল ও সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার বিজিবি জামে মসজিদে ফজরের নামাজের পর বিশেষ মোনাজাত করা হয়। সকাল সাড়ে ৬টায় রিজিয়ন সদর দপ্তর সরাইল-এর প্রধান কার্যালয়ে রেজিমেন্টাল পতাকা উত্তোলন করা হয়। সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় বিশেষ দরবার। দিবসটি উপলক্ষে আমন্ত্রিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অথবা উত্তরাধিকারীদের বিশেষ সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়। সন্ধ্যায় দেশের স্বনামধন্য শিল্পীদের অংশ গ্রহনে আকর্ষণীয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটির সমাপ্তি ঘটে।