ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে সাংবাদিকদের সাথে আশরাফ মাহদি মতবিনিময় ব্রাহ্মণবাড়িয়ায় মা-বাবাকে মারধর, ছেলে-নাতি গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা লাভের প্রতিবাদে ক্যাবের মানব বন্ধন হিন্দুত্ববাদীরা মিথ্যার উপর দাঁড়িয়েছে, তারা মিথ্যা দিয়ে পৃথিবীকে জয় করতে চায়-মাহমুদুর রহমান ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমানে ভারতীয় ইয়াবা ও গাঁজা আটক সরাইলে পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা- ভাংচুর-লুটপাট, আতঙ্কে গ্রাম ছাড়া তিন পরিবার বিজিবির অভিযানে তিন দিনে প্রায় এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ৪৭০ বোতল ফেনসিডিলসহ ৫ জন গ্রেফতার

সরাইলে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী রূপালী ক্ষুদ্ধ দুই সালিসকারক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২ ২৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া জেলা পলিসি ফোরামের সদস্যদের (ডিপিএফ) দিনভর চেষ্টায় সরাইলে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণির ছাত্রী রূপালী (১৪ বছর, ১০ মাস)। বিয়েতে সম্মতি নেই প্রবাসী পাত্র তারেক মিয়ার (২৪) পরিবারের অভিভাবকদের। তারপরও মুঠোফোনে প্রবাসী স্বামীর সাথে ছাত্রীর বিয়ে পড়াতে না পারায় ক্ষুদ্ধ হয়েছেন লোকমান ও আলকাছ নামের দুই সালিসকারক। গতকাল শুক্রবার উপজেলার পানিশ্বর ইউনিয়নের বড়-ইবাড়ি গ্রামে সকাল থেকে রাত পর্যন্ত বাল্যবিয়েটি সম্পন্ন করতে প্রাণপণ চেষ্টা করেছেন ছাত্রীর মা শাহানা বেগম সহ একটি গ্রূপ। মোল্লা বিয়ে। কাজীর নিবন্ধন দুই চেষ্টাই ব্যর্থ হয়েছে। বাধা দিয়েছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানও। তবে আপাতত নয়। কিছুদিন পর অন্যত্র সরিয়ে বাল্যবিয়ে দেওয়ার পরিকল্পনা আটছেন এখন ছাত্রীর মা। তারেকের পরিবার, বিদ্যালয় ও স্থানীয়রা জানায়, বড়-ইবাড়ি গ্রামের আলালের বাড়ির এরশাদ মিয়ার মেয়ে রূপালী আক্তার বেড়তলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। শাখা মানবিক। রোল নম্বর-৫৭। বিদ্যালয়ের নথিপত্রে রূপালীর জন্ম তারিখ-১৫ আগষ্ট ২০০৭ খ্রিষ্টাব্দ। সেই হিসেবে আজ শনিবার পর্যন্ত রূপালীর বয়স ১৪ বছর, ১০ মাস ৩ দিন। অর্থাৎ রূপালী এখনও শিশু। বিয়ে ও সংসার কি জানে না রূপালী। কিন্তু বোঝামুক্ত হতে শিশু রূপালীকে বিয়ে দিতে ওঠে পড়ে লেগেছেন মা বাবা। সুবিধার বিনিময়ে সাথে শক্তির যোগান দিতে লড়ছেন স্থানীয় সালিসকারক লোকমান মিয়া (৪০) ও আলকাছ মিয়া (৫০)। বিয়েটি ঠেকানোর জন্য জোর চেষ্টা করছেন তারেকের বড় ভাই রূক্কু মিয়া (৩৮)। গতকাল শুক্রবার সকাল থেকেই রূপালীদের বাড়িতে বিয়ের আয়োজন। তিন বছর ধরে বাহরাইন প্রবাসী পাত্র তারেকের সাথে মুঠোফোনে বিয়ে হবে শিশু রূপালীর। বিষয়টি বুঝতে পারেন মাহবুব খানসহ আরো কয়েকজন ডিপিএফ সদস্য। বাল্যবিয়েটি প্রতিরোধে চেষ্টা করতে থাকেন। চেয়ারম্যান, কাজী, মৌলভীসহ অনেকের সাথেই তারা যোগাযোগ করেন। প্রথমে মোল্লা বিয়ে পড়াতে স্থানীয় এক মসজিদের ইমাম হাফেজ উসমান গণির কাছে যান। রূপালী প্রাপ্তবয়স্ক নয় বলে চলে যান তিনি। পরে কাজীর দারস্থ হলে তিনিও ফিরিয়ে দেন। বাল্যবিয়ে দেওয়া অপরাধ। জেনে শুনে এমন অপরাধের সাথে জড়িতদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা নিবে প্রশাসন। এমন সব বার্তায় পিছিয়ে যায় রূপালীর মা বাবা সহ সবলেই। তারা আপাতত রূপালীর বিয়ে নয় বলে চুপসে যায়। পরবর্তীতে কিছুদিন পর অন্যত্র সরিয়ে নিয়ে শিশু রূপালীর বিয়ের কাজ সম্পন্ন করার পরিকল্পনা করার বিষয়টি চাউর হচ্ছে গোটা ইউনিয়নে। পিতা মাতাহীন তারেকের বড় ভাই রূক্কু মিয়া বলেন, মেয়েটির বয়স হয়নি। এখন বিয়ে হলে অনেক সমস্যা হবে। কিন্তু আমার প্রবাসী ভাইকে ভুল বুঝিয়ে রূপালীর পরিবারের লোকজন, লোকমান মিয়া ও আলকাছ মিয়া নামের দুই সালিসকারক বাল্যবিয়ে দেওয়ার জন্য লড়ছেন। আমি উপজেলার একজন উর্ধ্বতন কর্মকর্তাকে মুঠোফোনে বাল্যবিয়ের বিষয়টি জানিয়েছি। উনার পরামর্শে ওই নম্বরের ম্যাসেঞ্জারে সকল তথ্য পাঠিয়ে একাধিকবার ফোন দিয়েছি। কিন্তু তিনি আর রিসিভ করেননি। লাইন কেটে দিয়েছেন। তবে বাঁধা হয়েছে দাঁড়িয়েছেন পিফরডি প্রকল্পের ডিপিএফ-এর সদস্য মাহবুব খান সহ কয়েকজন। শিশু রূপালীর বিয়েটি বন্ধের জন্য তারা বিভিন্ন লেভেলে চেষ্টা করতে থাকেন। সফল হয়েছেন তারা। শুক্রবার সন্ধ্যার পর আপাতত চুড়ান্ত ভাবে বাল্যবিয়ে থেকে পিছিয়ে আসেন। বেড়তলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দেব বলেন, বিদ্যালয়ের রেজিষ্ট্রার অনুযায়ী নবম শ্রেণির ছাত্রী রূপালীর বয়স ১৫ বছরেরও নীচে। এখনো বিয়ের বয়স হয়নি। বাল্যবিয়ে কোন ভাবেই মেনে নেয়া যায় না। সালিসকারক লোকমান মিয়া বাল্যবিয়েতে মনেপ্রাণে সহযোগিতা করার কথা স্বীকার করে বলেন, ছেলে বিদেশ থেকে মেয়ের সাথে কথা বলে। তারা রাজি। আমাদেরকেও বলে। মেয়ের বয়স কম। তাই আপাতত মোল্লা বিয়েটা পড়ানোর কাজটা শেষ পর্যায়ে ছিল। দুলাল না কে যেন অভিযোগ দিয়ে ঝামেলা করেছে। ছেলে দেশে থাকলে তো আদালত থেকে বয়স ঠিক করে আনতাম। এমন অনেকের বয়স ঠিক করে বিয়ে দিয়েছি। আমিও আইন কম জানি না। চেয়ারম্যানের কাছ থেকে আমার সম্পর্কে জেনে নিয়েন। আবার বাবাও সর্দার ছিল। পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ মিষ্টার বলেন, আমি দফাদার পাঠিয়ে বাল্যবিয়ে বন্ধ রাখতে বলেছি। কাজীকেও অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিবাহ নিবন্ধন করতে নিষেধ করেছি।

মাহবুব খান বাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাইলে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী রূপালী ক্ষুদ্ধ দুই সালিসকারক

আপডেট সময় : ০৬:৫০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২

ব্রাহ্মণবাড়িয়া জেলা পলিসি ফোরামের সদস্যদের (ডিপিএফ) দিনভর চেষ্টায় সরাইলে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণির ছাত্রী রূপালী (১৪ বছর, ১০ মাস)। বিয়েতে সম্মতি নেই প্রবাসী পাত্র তারেক মিয়ার (২৪) পরিবারের অভিভাবকদের। তারপরও মুঠোফোনে প্রবাসী স্বামীর সাথে ছাত্রীর বিয়ে পড়াতে না পারায় ক্ষুদ্ধ হয়েছেন লোকমান ও আলকাছ নামের দুই সালিসকারক। গতকাল শুক্রবার উপজেলার পানিশ্বর ইউনিয়নের বড়-ইবাড়ি গ্রামে সকাল থেকে রাত পর্যন্ত বাল্যবিয়েটি সম্পন্ন করতে প্রাণপণ চেষ্টা করেছেন ছাত্রীর মা শাহানা বেগম সহ একটি গ্রূপ। মোল্লা বিয়ে। কাজীর নিবন্ধন দুই চেষ্টাই ব্যর্থ হয়েছে। বাধা দিয়েছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানও। তবে আপাতত নয়। কিছুদিন পর অন্যত্র সরিয়ে বাল্যবিয়ে দেওয়ার পরিকল্পনা আটছেন এখন ছাত্রীর মা। তারেকের পরিবার, বিদ্যালয় ও স্থানীয়রা জানায়, বড়-ইবাড়ি গ্রামের আলালের বাড়ির এরশাদ মিয়ার মেয়ে রূপালী আক্তার বেড়তলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। শাখা মানবিক। রোল নম্বর-৫৭। বিদ্যালয়ের নথিপত্রে রূপালীর জন্ম তারিখ-১৫ আগষ্ট ২০০৭ খ্রিষ্টাব্দ। সেই হিসেবে আজ শনিবার পর্যন্ত রূপালীর বয়স ১৪ বছর, ১০ মাস ৩ দিন। অর্থাৎ রূপালী এখনও শিশু। বিয়ে ও সংসার কি জানে না রূপালী। কিন্তু বোঝামুক্ত হতে শিশু রূপালীকে বিয়ে দিতে ওঠে পড়ে লেগেছেন মা বাবা। সুবিধার বিনিময়ে সাথে শক্তির যোগান দিতে লড়ছেন স্থানীয় সালিসকারক লোকমান মিয়া (৪০) ও আলকাছ মিয়া (৫০)। বিয়েটি ঠেকানোর জন্য জোর চেষ্টা করছেন তারেকের বড় ভাই রূক্কু মিয়া (৩৮)। গতকাল শুক্রবার সকাল থেকেই রূপালীদের বাড়িতে বিয়ের আয়োজন। তিন বছর ধরে বাহরাইন প্রবাসী পাত্র তারেকের সাথে মুঠোফোনে বিয়ে হবে শিশু রূপালীর। বিষয়টি বুঝতে পারেন মাহবুব খানসহ আরো কয়েকজন ডিপিএফ সদস্য। বাল্যবিয়েটি প্রতিরোধে চেষ্টা করতে থাকেন। চেয়ারম্যান, কাজী, মৌলভীসহ অনেকের সাথেই তারা যোগাযোগ করেন। প্রথমে মোল্লা বিয়ে পড়াতে স্থানীয় এক মসজিদের ইমাম হাফেজ উসমান গণির কাছে যান। রূপালী প্রাপ্তবয়স্ক নয় বলে চলে যান তিনি। পরে কাজীর দারস্থ হলে তিনিও ফিরিয়ে দেন। বাল্যবিয়ে দেওয়া অপরাধ। জেনে শুনে এমন অপরাধের সাথে জড়িতদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা নিবে প্রশাসন। এমন সব বার্তায় পিছিয়ে যায় রূপালীর মা বাবা সহ সবলেই। তারা আপাতত রূপালীর বিয়ে নয় বলে চুপসে যায়। পরবর্তীতে কিছুদিন পর অন্যত্র সরিয়ে নিয়ে শিশু রূপালীর বিয়ের কাজ সম্পন্ন করার পরিকল্পনা করার বিষয়টি চাউর হচ্ছে গোটা ইউনিয়নে। পিতা মাতাহীন তারেকের বড় ভাই রূক্কু মিয়া বলেন, মেয়েটির বয়স হয়নি। এখন বিয়ে হলে অনেক সমস্যা হবে। কিন্তু আমার প্রবাসী ভাইকে ভুল বুঝিয়ে রূপালীর পরিবারের লোকজন, লোকমান মিয়া ও আলকাছ মিয়া নামের দুই সালিসকারক বাল্যবিয়ে দেওয়ার জন্য লড়ছেন। আমি উপজেলার একজন উর্ধ্বতন কর্মকর্তাকে মুঠোফোনে বাল্যবিয়ের বিষয়টি জানিয়েছি। উনার পরামর্শে ওই নম্বরের ম্যাসেঞ্জারে সকল তথ্য পাঠিয়ে একাধিকবার ফোন দিয়েছি। কিন্তু তিনি আর রিসিভ করেননি। লাইন কেটে দিয়েছেন। তবে বাঁধা হয়েছে দাঁড়িয়েছেন পিফরডি প্রকল্পের ডিপিএফ-এর সদস্য মাহবুব খান সহ কয়েকজন। শিশু রূপালীর বিয়েটি বন্ধের জন্য তারা বিভিন্ন লেভেলে চেষ্টা করতে থাকেন। সফল হয়েছেন তারা। শুক্রবার সন্ধ্যার পর আপাতত চুড়ান্ত ভাবে বাল্যবিয়ে থেকে পিছিয়ে আসেন। বেড়তলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দেব বলেন, বিদ্যালয়ের রেজিষ্ট্রার অনুযায়ী নবম শ্রেণির ছাত্রী রূপালীর বয়স ১৫ বছরেরও নীচে। এখনো বিয়ের বয়স হয়নি। বাল্যবিয়ে কোন ভাবেই মেনে নেয়া যায় না। সালিসকারক লোকমান মিয়া বাল্যবিয়েতে মনেপ্রাণে সহযোগিতা করার কথা স্বীকার করে বলেন, ছেলে বিদেশ থেকে মেয়ের সাথে কথা বলে। তারা রাজি। আমাদেরকেও বলে। মেয়ের বয়স কম। তাই আপাতত মোল্লা বিয়েটা পড়ানোর কাজটা শেষ পর্যায়ে ছিল। দুলাল না কে যেন অভিযোগ দিয়ে ঝামেলা করেছে। ছেলে দেশে থাকলে তো আদালত থেকে বয়স ঠিক করে আনতাম। এমন অনেকের বয়স ঠিক করে বিয়ে দিয়েছি। আমিও আইন কম জানি না। চেয়ারম্যানের কাছ থেকে আমার সম্পর্কে জেনে নিয়েন। আবার বাবাও সর্দার ছিল। পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ মিষ্টার বলেন, আমি দফাদার পাঠিয়ে বাল্যবিয়ে বন্ধ রাখতে বলেছি। কাজীকেও অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিবাহ নিবন্ধন করতে নিষেধ করেছি।

মাহবুব খান বাবুল