মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অসহায় দরিদ্র অর্ধশতাধিক নারী পুরূষের হাতে ইফতার সামগ্রি তুলে দিয়েছে ‘বন্ধু ফাউন্ডেশন’ নামের সংগঠন। আজ শুক্রবার প্রথম রোজার দিন সকালে সরাইল সদরের প্রাণিসম্পদ কর্মকর্তার দফতরের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ করেছেন ইফতার সামগ্রি। এই উপলক্ষে সংগঠনের উপদেষ্টা জহিরূল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সরাইল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, সরাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ্ব মো. কায়কোবাদ, সংগঠনের অর্থ সম্পাদক ক্বারী মো. জামাল হোসেন, সদস্য ও গণমাধ্যমকর্মী মো. আব্দুল মোমিন, মো. সোহেল মিয়া ও সমাজকর্মী সৈয়দ মো. নাদির হোসেন। বক্তারা বলেন, বন্ধু ফাউন্ডেশনের এই কাজটি প্রশংসনীয় ও ফজিলতের। আজ প্রথম রমজানের দিনই তারা দরিদ্র পরিবারে সাধ্যমত খাবার সামগ্রি পৌঁছে দিয়েছেন। তাদের এই উদ্যোগ সমাজের বিত্তবানদের উজ্জীবিত করবে। সমাজে বসবাসকারী সকল ব্যক্তি ও সংগঠনকে এভাবে মানুষের পাশে দাঁড়ানো উচিত। পরে অতিথিরা উপসি’ত অসহায় নারী পুরূষের হাতে ইফতার সামগ্রির প্যাকেট তুলে দেন।