সরাইলে বখাটে হেলিম গ্রেপ্তার

- আপডেট সময় : ০৭:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ ৭৪৩ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
বিভিন্ন অপরাধে জড়িত ও নিয়মিত স্কুল কলেজে পড়ুয়া মেয়েদের উত্যোক্ত করার অভিযোগে সরাইলে হেলিম (২০) নামের এক বখাটেকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে সরাইল সদরের হাসপাতাল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করেছেন। হেলিম নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের সৈয়দ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পঞ্চম শ্রেণির গন্ডি পাড় হতে পারেনি হেলিম। ফলে ঘুরে বেড়ানোই হয়ে পড়ে তার কাজ। বয়স বাড়ার সাথে তার আচার আচরণে পরিবর্তন আসতে থাকে। জড়িয়ে পড়ে ছোটখাট অপরাধে। আস্তে তার অপরাধের মাত্রা ও পরিধি বাড়তে থাকে। সামান্য বিষয়ে ক্ষিপ্ত হয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করতে থাকেন। সড়কে পথে ঘাটে স্কুল ও কলেজগামী নারী শিক্ষার্থীদের উত্যোক্ত করতে থাকে। নিয়মিত ছাত্রীদের সামনে এসে অশ্লিল অঙ্গভঙ্গি ও ভাষায় কথা বলতে থাকেন। সুযোগ বুঝে ছাত্রীদের গায়ে হাত দেওয়ার চেষ্টা ও করেছে। আজ মঙ্গলবার হেলিমকে আদালতে প্রেরণ করা হয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, ছাত্রীদের উত্যক্ত করা সহ নানা ধরণের অপকর্মের সাথে জড়িত থাকার দায়ে বখাটে হেলিমকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি।