সরাইলে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন
- আপডেট সময় : ০৭:৪০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩ ৭৩ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ ও ‘শেখ হাসিনার উপহার, প্রাণির পাশে ডাক্তার’ এমন স্লোগানকে সামনে রেখে এডিডিপি’র সহায়তায় সরাইলে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ – এর উদ্বাধন হয়েছে। উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে গতকাল শনিবার সকালে হাসপাতাল চত্বরে শান্তির পায়রা উড়িয়ে ওই প্রদর্শনীর শুভ উদ্বোধন করেছেন প্রধান অতিথি সংরক্ষিত নারী আসনের (৩১২) সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম। এর আগে ক্বারী মো. জামাল হোসেনের কোরআন তেলাওয়াত ও সরাইল প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক জহিরূল ইসলাম রিপনের সঞ্চালনায় নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধন পূর্ব আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- সরাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারি সার্জন ডা: শ্যামল কুমার চৌধুরী। তিনি এই খাতে সরকারের উল্লেযোগ্য অবদান ও অর্জন সমূহ তুলে ধরেছেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মাহবুব খান, আওয়ামী লীগ নেতা মো. মোস্তাফিজুর রহমান, খামারী ও যুবলীগ নেতা কাজী আমিনুল ইসলাম শেলভী প্রমূখ। বক্তারা বলেন, বেকারত্ব দূর করে নারী পুরূষকে স্বাবলম্বি ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে প্রাণিসম্পদ পালনে রক্ষায় উদ্ভূদ্ধ করতে হবে। শিশুর বেড়ে ওঠা ও পুষ্টির জন্য ডিম দুধের কোন বিকল্প নেই। তাই গরূ ছাগল ভেড়া মহিষ হাঁস মুরগী পালনে সকলকে আরো মনযোগি হতে হবে। বর্তমান সরকার খামারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ঋণসহ নানা ধরণের সুবিধা দিচ্ছেন। সবশেষে প্রধান অতিথি প্রদর্শনীর ৭২ টি ষ্টল ঘুরে ফিরে পরিদর্শন করেন।