সরাইলে প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

- আপডেট সময় : ০৭:৩৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ১০০ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছেন পুলিশ। গতকাল রোববার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশে সরাইল সদর ইউনিয়নের পশ্চিম কুট্রাপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে তাদের বিরূদ্ধে মামলা করেছেন। আজ সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, গত রোববার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশে পশ্চিম কুট্রাপাড়া এলাকায় জিন্নাত খন্দকার অটোরাইস মিলের মূল ফটকের সামনে একদল ডাকাত ডাকাতির প্রস’তি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আ. স. ম আতিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানকালে তারা ডাকাতির প্রস’তি নেয়ার সময় হাতেনাতে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ডাকাতরা হলো- সরাইল সদরের দক্ষিণ আরিফাইল গ্রামের শমসের মিয়ার ছেলে মো. জাকির মিয়া (৩৪), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মালিহাতা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. ছাদেক মিয়া (৩০), একই গ্রামের মো. জজ মিয়ার ছেলে মো. শওকত আলী (৩০) নাসিরনগর উপজেলার ভলাকুট গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মো. জহিরূল ইসলাম (২৮) ও কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার আয়নার গোপ গ্রামের মো. কবির মিয়ার ছেলে মো. আকাশ মিয়া (২২)। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, তাদের বিরূদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।