সরাইলে প্রবাসী হামিদ হত্যা ৪ আসামীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর
- আপডেট সময় : ১২:৩৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩ ১৩১ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রবাসী আব্দুল হামিদ হত্যা মামলায় জেল হাজতে থাকা ৪ আসামীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামীরা হলো রতন মালাকার (৩২), মোফাচ্ছেল মিয়া (২০), শাহিন মিয়া (১৯) ও মারূফ মিয়া (২৭)। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আফরিন আহমেদ হেপি এই আদেশ দিয়েছেন। ওদিকে এই মামলার অন্যতম আসামী মালি হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়ে গত সোমবার আদালতে ১৬৪ ধারায় স্বীকরোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর আগে ডিবি পুলিশের সহায়তায় ঘটনাস্থলে শ্বশরীরে হাজির হয়ে হত্যার পরিকল্পনা, কিলিং মিশনে জড়িতদের নাম, হত্যা করার সময় কে কী করেছিল? এসব বিষয়ের লোমহর্ষক বর্ণনা দিয়েছে মালি। বর্তমানে মামলাটি তদন্ত করছেন জেলা ডিপি পুলিশের সাব ইন্সপেক্টর মো. রেজাউল ইসলাম।
বাদী পক্ষের উকিল ও নিহতের স্বজনরা জানায়, প্রবাসী হামিদের লাশ উদ্ধারের দিনগত রাতেই উচালিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করেন রতন মালাকার (৩২), মোফাচ্ছেল মিয়া (২০), শাহিন মিয়া (১৯) ও মারূফ মিয়া (২৭) নামের ৪ যুবককে। পরের দিন তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। এই হত্যাকান্ডের বিষয়ে গুরূত্বপূর্ণ তথ্য প্রমাণ উৎঘাটন করতে ওইদিনই এই ৪ আসামীর ৭ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা এস আই জয়নাল। এর কয়েক দিন পরই মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় জেলা ডিবি পুলিশকে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আফরিন আহমেদ হেপির আদালতে রিমান্ড আবেদনের শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীতে বাদী পক্ষের কৌশলী ছিলেন এডভোকেট জয়নাল উদ্দিন, এডভোকেট নুরূজ্জামান লস্কর তপু। আর আসামী পক্ষের কৌশলী ছিলেন এডভোকেট দুলাল মিয়া, এডভোকেট উসমান গণি। অবশ্য আসামী মারূফকে নির্দোষ দাবী করে আদালতের কাছে জামিনের আবেদন করেছেন এডভোকেট মুহাম্মদ নাজমুল হোসেন। বিজ্ঞ আদালত শুনানী শেষে হাজতে অবস্থানরত ৪ আসামীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। প্রসঙ্গত: গত ১ ফেব্রূয়ারি বুধবার রাত ১১ টায় ৪ সন্তানের জনক প্রবাসী আব্দুল হামিদকে কে বা কাহারা মুঠোফোনে ডেকে নিয়ে যায়। ওই রাতে আর বাড়ি ফিরেনি হামিদ। পরের দিন বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে হামিদের বসতবাড়ির উত্তর পাশের খালি জায়গায় হামিদের লাশ পড়ে থাকতে দেখে শিশুরা। হামিদ উচালিয়াপাড়া গ্রামের প্রয়াত আব্দুল আলীমের ছেলে।