সরাইলে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৮:২৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২ ২১৭ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুল:সরাইল থেকে:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রবাসীর স্ত্রী সুমা বেগমের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার শাহবাজপুর এলাকার ভাড়া বাসা থেকে দরজা ভেঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। পাঁচ বছর ধরে স্বামী আসছেন না। তাই নি:সন্তান সুমার আত্মহত্যাকে ঘিরে নানা ধরণের মন্তব্য হচ্ছে গ্রামে। পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, ইসলামাবাদ গ্রামের প্রয়াত হারূন মিয়ার কন্যা সুমা। পিতা মাতা মারা যাওয়ার পৃথিবীতে সুমার আর কেহই ছিল না। পাশের বাড়ির শিশু কালে সুমাকে পালক নিয়েছিলেন। তিনিই তাকে লালন পালন করে বড় করেছেন। পাঁচ বছর আগে মুসলিম মিয়ার ছেলে ফরহাদ মিয়ার সাথে সুমাকে বিয়ে দেন। বিয়ের পরই প্রবাসে চলে যায় ফরহাদ। বিয়ের পর থেকেই শ্বশুর-শ্বাশুড়িসহ পার্শ্ববর্তী শাহবাজপুর ইউনিয়নের প্রথম গেইট এলাকার আলম মিয়ার বাড়ির নিচতলায় ভাড়া বাসায় থাকতেন সুমা। সুমার কোন সন্তান ছিল না। অন্যান্য দিনের মত গতকাল মঙ্গলবার রাতেও খাবার খেয়ে সুমা তার কক্ষে ঘুমিয়ে পড়েন। আজ বুধবার সকাল সাড়ে ৯টা বাজলেও সুমা ঘুম থেকে ওঠছেন না। তার শয়ন কক্ষের দরজা ভেতরের দিক দিয়ে আটকানো। পরিবার ও আশপাশের লোকজন অনেক ডাকাডাকি করেন। কোন সাড়া শব্দ নেই। বাড়ির মালিক বিষয়টি শাহবাজপুর ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত বিট অফিসার এস আই আবু বক্কর সিদ্দিককে জানালে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. খায়রূল হুদা চৌধুরী বাদল সহ কয়েকজন ইউপি সদস্যের উপস্থিতিতে সুমার কক্ষের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন । গলায় ফাঁস লাগানো অবস্থায় গৃহবধু সুমার লাশ ঝুলছে। লাশটি নামিয়ে সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। সুমার আত্মহত্যাকে ঘিরে গ্রামে নানা ধরণের আলোচনা সমালোচনা চলছে। অনেকেই বলছেন স্বামী ছাড়া সুমার পৃথিবীতে কেউ নেই। সেই স্বামী গত পাঁচ বছর ধরে আসবে আসবে বলেও আসছে না। একজন সদ্য বিবাহিত স্বামী একাধারে দীর্ঘ সময় প্রবাসে। এই বিষয়টি প্রায়ই পীড়া দিত সুমাকে। এস আই আবু বক্কর সিদ্দিক বলেন, সুমার লাশের গায়ে কোন ধরণের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দীর্ঘ সময় ধরে স্বামী প্রবাসে। পারিবারিক ভাবে কিছুটা অশান্তি। এসব কারণেই সুমা আত্মহত্যা করে থাকতে পারে। তবে তদন্ত চলছে। মূল বিষয় বেরিয়ে আসবে। সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধুর লাশ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মূল কারণ জানা যাবে।