সরাইলে প্রত্যবেক্ষকদের সাথে মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৭:১৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২ ১২৯ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুল: সরাইল থেকে:
উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকারী কক্ষ প্রত্যবেক্ষকদের সাথে মতবিনিময় করেছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। আজ মঙ্গলবার বিকেলে সরাইল সরকারী কলেজের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, অরূয়াইল কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান ও সরাইল কলেজের উপাধ্যক্ষ মো. ইলিয়াছ। সভায় সরাইল উপজেলার ৪টি কলেজের অর্ধশতাধিক প্রভাষক অংশ গ্রহন করেন। আর তারাই আগামী ৬ নভেম্বর থেকে শুরূ হওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। সভায় পরীক্ষা কেন্দ্রে করণীয় ও বর্জণীয় বিভিন্ন গুরূত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়াও সভাপতিসহ অন্য বক্তারা বলেন, কোন প্রত্যবেক্ষক ও পরীক্ষার্থী এনরয়েড সেটসহ কোন ধরণের ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না। দক্ষতা, নিষ্ঠা, সততা, শৃঙ্খলা ও সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে কেন্দ্রে দায়িত্ব পালনের আহবান করেছেন।