মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
সরাইলে পানিতে ডুবে আদনান সামী (২ বছর, ৬ মাস) বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। আদরের ছোট সন্তানটির অনাঙ্খিত আকস্বিক মৃত্যুতে পিতা শামীম মিয়াসহ পরিবারের চলছে আহাজারি। পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, মধ্যবিত্ত পরিবারের গৃহকর্তা শামীম মিয়ার ২ ছেলে মধ্যে আদনান ছিল সবার ছোট। তাই আদরের মধ্যমণি ছিল শিশু আদনান। আজ বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল আদনান। বাড়ির পাশেই রয়েছে পুকুর। পরিবারের কেউ ঘুমে। কেউ কাজ কর্মে ব্যস্ত। হঠাৎ করে সবাইকে দেখা গেলে আদনানকে বসতঘর বা বাড়ির কোথাও দেখা যাচ্ছে না। আশপাশের বাড়িসহ চারপাশে খুঁজেও আদনানের সন্ধান মিলেনি। এক সময় বাড়ির পাশের পুকুরে আদনানের লাশ ভাসতে দেখে বাকরূদ্ধ হয়ে মা বাবা স্বজনরা। লোকজন দৌঁড়ে এসে পুকুর থেকে আদনানের লাশ উত্তোলন করেন। কালীকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সাঈদ হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, শিশুর অভিভাবক বা এলাকার কেউই বিষয়টি আমাকে জানায়নি। অনেক পরে লোক মারফত শুনেছি। লাশ নাকি দাফন করে ফেলেছেন।