সরাইলে পরিসংখ্যান দিবস পালন

- আপডেট সময় : ০৭:১০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ১১৬ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরিসংখ্যান দিবস পালন করা হয়েছে। সরাইল উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান দপ্তরের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে আজ সোমবার সকালে নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালিটি সরাইল সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে ইউএনও’র কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান অফিসের তদন্তকারী কর্মকর্তা মো. মানিক। এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মাহবুব খান, জনশুমারী-২২ এর জোনাল অফিসার মো. সেলিম মিয়া ও জে. এস. এ নির্মল চন্দ্র চৌধুরী। বক্তারা বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। তাই সরাইলের প্রয়োজনীয় সকল বিষয়ের পরিসংখ্যান সাধারণ মানুষকে এক নজরে দেখার ব্যবস্থা করুন।