মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দীন। আজ মঙ্গলবার বিকালে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন ইউএনও। তিনি সকলের আন্তরিক সহযোগিতায় কাজ করার অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন এক সময় আমিও কিছুদিন সাংবাদিকতা করেছি। সাংবাদিকরা জাতীর দর্পণ। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাদের দেয়া তথ্য যেকোন কাজকে তরান্বিত করে থাকে। এরপর বক্তব্য রাখেন সরাইল প্রেসক্লাব সভাপতি আইয়ুব খান,সহসভাপতি জুলকার নাঈন, সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল, সহসাধারণ সৈয়দ কামরুজ্জামান ইউসুফ, অর্থ সম্পাদক আব্দুল করিম,সাংগঠনিক সম্পাদক শেখ মো.ইব্রাহীম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম রিপন,দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুদ, সদস্য মো. মুরাদ খান ও তরিকুল ইসলাম দুলাল। সভাপতি মো. আইয়ুব খান ১৯৭৮ খিষ্টাব্দে যাদের হাত দিয়ে স্থাপিত ঐতিহ্যবাহী সরাইল প্রেসক্লাব তাদেরকে শ্রদ্ধার সাথে স্বরণ করেন। পরে সংগঠনটির জন্ম, ইতিবৃত্ত, কর্ম তৎপরতা, সদস্যদের যোগ্যতা, দক্ষতা ও কর্মরত পত্রিকা গুলো সম্পর্কে ইউএনও কে ধারণা দেন। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা টাইমসের আঞ্চলিক প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম, ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া পত্রিকার সম্পাদক এম মনসুর আলী প্রমুখ।