সরাইলে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ৩ ডাকাত গ্রেপ্তার

- আপডেট সময় : ০৫:৩৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২ ২১৫ বার পড়া হয়েছে
সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ৩ ডাকাত গ্রেপ্তার হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২ টা ৫০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সরাইলের ইসলামাবাদ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। ৩ ডাকাত গ্রেপ্তারের খবরে স্বস্থি প্রকাশ করছেন সড়ক মহাসড়কে চলাচলকারী স্থানীয় যাত্রী ও সাধারণ মানুষ। পুলিশ ও ভুক্তভোগী স্থানীয় লোকজন জানায়, গত ৫-৬ বছর ধরে শান্ত রাতের সরাইল-নাসিরনগর ও ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকা। সম্প্রতি ২/১টি ডাকাতির ঘটনায় ওই সড়ক গুলি আবার কিছুটা অশান্ত হয়ে ওঠছে। বিষয়টি বুঝতে পেরে মাঠে নামে সরাইল থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শেহাবুর রহমান ও এস আই মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযানে নামে একদল পুলিশ। রাত ২টা ৫০ মিনিট। ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় সড়কের পাশে লাউয়ার খাল সংলগ্ন জায়গায় ডাকাতির প্রস্তুতিকালে কুখ্যাত ৩ ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করে। গ্রেপ্তারকৃত ডাকাতরা হল কালীকচ্ছ এলাকার ত্রাস আবু ছায়েদ মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২৬), ধর্মতীর্থ এলাকার আব্দুল মোতালেবের ছেলে মো. জীবন মিয়া (৩০) ও ইসলামাবাদের হেবদু মিয়ার ছেলে মো. খোকন মিয়া (২৮)। ডাকাত সোহেলের নেতৃত্বে একটি গ্রূপ গত বছর দিন ধরে সরাইল সরকারি কলেজের আশেপাশে ও সড়কে ডাকাতি ছিনতাই করছে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরূদ্ধে সরাইল থানায় একাধিক মামলা রয়েছে। অন্যান্য থানায় মামলা আছে কিনা খতিয়ে দেখতে হবে। মাদক জুয়ার পাশাপাশি ডাকাতদের বিরূদ্ধেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মাহবুব খান বাবুল