সরাইলে দুই সন্তানের জননীর আত্মহত্যা

- আপডেট সময় : ০৫:২৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ১৮৬ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বামীর সাথে রাগ করে রূমা আক্তার (২৫) নামের দুই সন্তানের জননীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার উপজেলার অরূয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামে নিজের বসতঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন ওই গৃহবধু। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, দুবাজাইল গ্রামের আতাউর রহমানের স্ত্রী রূমা। রূমার বাবার বাড়ি নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে। ৬-৭ বছর আগে আতাউর রহমানের সাথে সামাজিক ভাবে বিয়ে হয় তাদের। বিয়ের পর ২-৩ বছর তাদের বাচ্চা হয়নি। প্রায় আড়াই বছর আগে তাদের একটি কন্যা সন্তান (২ বছর, ৬ মাস) হয়। বর্তমানে আরেকটি কন্যা সন্তানের বয়স মাত্র ৭ মাস। রোববার সকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সাথে বাকবিতন্ডা হয় রূমা আক্তারের। স্বামী ঘর থেকে বেরিয়ে গেলে রূমা নিজের বসতঘরের খাবার কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। কিছুক্ষণ পর আতাউর রহমান ঘরে প্রবেশ করেই স্ত্রীর ঝুলন্ত লাশ দেখে চিৎকার করতে থাকেন। আশপাশের লোকজন দৌঁড়ে আসেন। খবর পেয়ে পুলিশ রূমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। অরূয়াইল ইউনিয়নের বিট কর্মকর্তা এস আই নুরূল করিম বলেন, ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় আমরা ওই গৃহবধুর লাশ উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর আরো নিশ্চিত হওয়া যাবে।