সরাইলে দুইবারের সাবেক এমপি মৃধার নির্বাচনী মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৮:২৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩ ৬৪ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল আশুগঞ্জ) আসনের আসন্ন উপনির্বাচন কে সামনে রেখে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন মহাজোট থেকে নির্বাচিত দুইবারের সাবেক সংসদ সদস্য এডঃ জিয়াউল হক মৃধা। সভায় উনার নিজ ইউনিয়নের সহস্রাধিক লোক উপস্থিত হন। এই আসনকে আওয়ামীলীগ উম্মুক্ত ঘোষণা করায় জিয়াউল হক মৃধাকে আসন্ন উপনির্বাচনে এমপি প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন ইউনিয়নবাসী। তাই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভের আশাবাদ ব্যক্ত করেছেন মৃধা। আজ বুধবার (৪ জানুয়ারি) বিকেলে নোয়াগাও দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় নির্বাচনী মতবিনিময় সভা । এডঃ জিয়াউল হক মৃধা’র নিজ গ্রাম নোয়াগাঁও এলাকার সর্বস্তরের জনগনের সাথে মতবিনিময় সভা করছেন। মোঃ মুসা মোতাইদ এর সভাপতিত্বে ও জেলাপরিষদ সদস্য পায়েল হোসেন মৃধার সঞ্চালনায় ওই সভায় উপস্থিত ছিলেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, ইউনিয়ন জাতীয় পার্টি নেতা ফজলুল হক মৃধা, বিশিষ্ট সালিশ কারক আবু বক্কর মৈশান, হাজী শহিদুল ইসলাম মুন্সি, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মারুফ খান প্রমুখ।বক্তরা বলেন যেহেতু এই আসনটি উন্মুক্ত ঘোষণা করা হয়েছে তাই আমরা এডঃ জিয়াউল হক মৃধাকে জাতীয় সংসদে পুনরায় সাংসদ হিসেবে দেখতে চাই। তাই আজকে আমরা নোয়াগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণ জিয়াউল হক মৃধাকে সমর্থন দিয়ে গেলাম। মৃধার ১০ বছরে সরাইল-অরুয়াইল সড়ক নির্মাণসহ উপজেলার প্রত্যেকটি পাড়া মহল্লা ও গ্রামে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। এ ছাড়া গ্রামীণ সড়ক পাকাকরণ সহ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সমূহে অনেক গুলো নতুন ভবন নির্মিত হয়েছে। গত ৪ বছরে সরাইলে কোন উন্নয়ন হয়নি। তাই আমরা সরাইলের উন্নয়নের রুপকার জিয়াউল হককেই চাই। এডঃ জিয়াউল হক মৃধা বলেন, আপনারা আমাকে সমর্থন দিয়েছেন বলে আমি সতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করছি। আমার গ্রামের সকলের সম্মিলিত সমর্থন পেলে নির্বাচিত হতে কোন বাধা থাকবেনা। আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি বিজয়ী হয়ে আপনাদের সেবা করতে পারবো। পরে পার্শ্ববর্তী ইউনিয়ন কালীকচ্ছ বাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আরেকটি মতবিময় সভায় উপস্থিত হয়ে মৃধা এলাকাবাসীর সমর্থন চান। উপস্থিত লোকজন মৃধাকে একযোগে সমর্থন দেন।