সরাইলে দুইদিন ব্যাপি বিজ্ঞান মেলা সমাপ্ত

- আপডেট সময় : ০৭:৫৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শুরূ হওয়া দুইদিন ব্যাপি বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড সমাপ্ত হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় মেলার আজ বুধবার ছিল সমাপনী দিন। সমাপনী দিনে ১৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ২ টি কলেজের মধ্যে জুনিয়র গ্রূপে ক্ষুদে বিজ্ঞানীদের নির্মিত প্রজেক্ট “অগ্নি নির্বাপনে রোবট” প্রদর্শন করে প্রথম স্থান অর্জন করেছে কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অর্জন করেছে সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়। আর সিনিয়র গ্রূপে প্রথম হয়েছে সরাইল সরকারী কলেজ ও দ্বিতীয় হয়েছে অরূয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ। পরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদ খালিদ জামিল খানের সঞ্চালনায় ও নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বক্তব্য রাখেন সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, একাডেমিক সুপার ভাইজার ইতি বেগম ও শাহবাজপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী। সবশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।