সরাইলে অসহায় দরিদ্র নারী পুরূষের পাশে দাঁড়িয়েছে ‘বন্ধু ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন। গত ৩ বছরেরও অধিক সময় ধরে এ সংগঠনটি মানুষের কল্যাণে কাজ করে আসছে । এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার তারা ৩০ জন দরিদ্র নারী পুরূষের হাতে তুলে দিয়েছেন ইফতার সামগ্রি। উচালিয়াপাড়া সূর্যমূখী কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গণে তারা আনুষ্ঠানিক ভাবে এই সামগ্রি তুলে দেন। সরাইল প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক ও বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. জহিরূল ইসলাম রিপনের সঞ্চালনায় ওই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান বাবুল। এছাড়া কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সদস্য অহিদুজ্জামান লস্কর অপু , বন্ধু ফাউন্ডেশনের অন্যতম সদস্য আব্দুল মুমিন, অর্থ সম্পাদক মো. জামাল উদ্দিন, সমাজকর্মী মো. কামাল উদ্দিন সজল ও মো. শিবলু প্রমূখ। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে মুড়ি, তেল, পেয়াজ, খেসারি ডাল, ছানাবুট ও আলু। তারা পুরো রমজান মাসই এভাবে অসহায় লোকদের সাধ্যমত সহায়তা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মাহবুব খান বাবুল