মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশের একটি দল। রোববার দিবাগত গভীর রাতে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের সরাইলের ধর্মতীর্থ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ওই ডাকাতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, রোববার রাত আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই সড়কে ডাকাতির প্রস’তির খবর পায়। এস আই জয়নাল আবেদীন-১ ও জয়নাল আবেদীন-২ এর নেতৃত্বে একদল পুলিশ রাত ১ টা ৫০ মিনিটের দিকে কালীকচ্ছ ইউনিয়নের ওই সড়কে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পুলিশও ধাওয়া করে হাতেনাতে ৪ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো- সরাইল উপজেলার শাহবাজপুর কাংকুর পাড়ার বাবুল মিয়ার ছেলে সফিক মিয়া (২৭), একই গ্রামের মৌলভী পাড়ার মো. রহিম মিয়ার ছেলে মো. সেলিম মিয়া (৩০), ধর্মতীর্থ (মূলবর্গ) এলাকার প্রয়াত আ. হামিদ মিয়ার ছেলে মো. ইদ্রিস মিয়া (৪০) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার নিটাওল গ্রামের প্রয়াত মানিক মিয়ার ছেলে মো. জালাল (২৫)। ডাকার দলের কাছ থেকে ১টি ষ্টিলের বাটযুক্ত ষ্টিলের চাপাতি, লোহার হাতল বিশিষ্ট ১টি কুড়াল, ২টি কাঠের বাটযুক্ত রামদা উদ্ধার করেছে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এরা সড়কে ডাকাতি করার জন্য সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিল। গ্রেপ্তারকৃত ইদ্রিসের বিরূদ্ধে ডাকাতি ও অস্ত্রসহ অর্ধডজন মামলা রয়েছে। সফিকের ডাকাতি মাদকসহ ৪টি মামলা রয়েছে। অন্য দুজনের বিরূদ্ধেও চুরি ডাকাতির একাধিক রিপোর্ট রয়েছে।