মাহবুব খান বাবুল: সরাইল থেকে:
সরাইলের দেওড়ায় ‘টুটুল স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টে’ এর চুড়ান্ত খেলা সম্পন্ন হয়েছে। টুটুল স্মৃতি সংসদের আয়োজনে গত শুক্রবার দেওড়া বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ওই লাল দল ও হলুদ দল অংশ গ্রহন করেন। বিকাল সাড়ে ৪ টায় ৪০ মিনিটের এই খেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সভাপতি প্রধান অতিথি সহ সকল অতিথি বৃন্দ। খেলার ১৫ মিনিটের সময় হলুদ দলের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন শিপন। পরের পুরো সময় আর কোন পক্ষই গোল করতে পারেনি। ফলে নির্ধারিত সময়ের পর হলুদ দলকে বিজয়ী ঘোষণা করেন খেলা রেফারি মো. ইমরান খান। সহকারী রেফারি ছিলেন আলী রহমান ও জজ মিয়া। খেলায় ম্যান অফ দি ম্যাচ হন হলুদ দলের শিপন। আর ম্যান অফ দি টুর্নামেন্টের পুরস্কার পান হলুদ দলের সামির খান। সরাইল মহিলা কলেজের প্রভাষক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজাদাপুর টানা দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন। ইমরান খান ও ইউনুছ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন-বিশেষ অতিথি গায়ক লেখক গবেষক ও ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, বিশিষ্ট সমাজসেবক মো. শফিকুল ইসলাম বকুল, মো. আক্তার হোসেন মন্টু, মো. মুখলেছুর রহমান ও মো. আজিজুল ইসলাম মাসুক। পরে বিজয়ী দলের অধিনায়ক রূমেলের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন অতিথিরা।