মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
সরাইলে গত এক বছরেরও অধিক সময় ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে পিডিবি’র ৩৩ হাজার কেবি লাইনের একটি বৈদ্যুতিক খুঁটি। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সরাইলে বিদ্যুতের সাব-ষ্টেশন থেকে প্রায় ২ শতাধিক ফুট দূরে ফসলি মাঠে ওই খুঁটিটি কোন রকমে টেস দিয়ে দাঁড়িয়ে আছে। ষ্টীলের খুটির নীচের অংশ বিচ্ছিন্ন। অনেকটা শুন্যের মধ্যে আছে। আশেপাশে রয়েছে অগনিত ফসলি জমি। জমি গুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন স্থানীয় কৃষকরা। যেকোন সময় খুঁটিটি ধ্বসে পড়তে পারে। আর তখনই ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা। রয়েছে প্রাণহানির শঙ্কা। শীতের পর আসছে ঝড় তুফানের সিজন। সামান্য বাতাসেই খুঁটিটি ভেঙ্গে পড়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে কথা বলতে সরাইল পিডিবি’র বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রউফ এর অফিসিয়াল নম্বরে (০১৮৪১-১২১২৪৬) একাধিকবার ফোন দিয়েও কথা বলা সম্ভব হয়নি।