মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
২০২২ খ্রিষ্টাব্দের মাধ্যমিক পরীক্ষায় সরাইল উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ১৫০ জন শিক্ষার্থী। পাসের হার ৮২.৮৩℅। মোট ৩৮ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পাওয়ায় এই তালিকায় উপজেলার শীর্ষ স্থানে অবস্থান করছে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দফতর সূত্র জানায়, জিপিএ-৫ এর তালিকায় ২৮ জন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অরুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়। আর ১৮ জনের জিপিএ-৫ নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়। এছাড়া উল্লেখযোগ্য হচ্ছে শাহবাজপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় থেকে ১৭ জন, কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন ও পাকশিমুল হাজী শিশু মিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।