সরাইলে চলছে স্মার্টকার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ কার্যক্রম। গত দুই দিনে সরাইল সদরের ২টি ওয়ার্ডে ৭৩৭৮টি কার্ডের মধ্যে বিতরণ হয়েছে ৪২৫০টি। বিতরণে সকাল বেলা লোকজনের ভিড় থাকলেও দুপুরের পর কমে যায় চাপ। ৯টি ওয়ার্ডের মোট কার্ডের সংখ্যা ৩০০৪০টি। শুধু সদর ইউনিয়নে বিতরণ কার্যক্রম চলবে আগামী এপ্রিল পর্যন্ত। পরবর্তীতে সিডিউলের মাধ্যমে পর্যায়ক্রমে অবশিষ্ট ৮টি ইউনিয়নে স্মার্টকার্ড বিতরণ করা হবে। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সমগ্র উপজেলার ৯টি ইউনিয়নে বিতরণ করা হবে মোট ১,৯৯,০০০টি স্মার্টকার্ড । আজ দ্বিতীয় দিনে ২ নং ওয়ার্ডে বিতরণের হার ৫৬ ভাগ। এর আগে গত ১০ এপ্রিল রোববার উদ্ধোধনী দিন সরাইল সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিতরণের হার ৬১ ভাগ। আগামী ২০ এপ্রিল পর্যন্ত সরাইল সদরে চলছে বিতরণ কার্যক্রম। সরাইলের পরই শুরূ হবে কালীকচ্ছ ইউনিয়নে। এভাবে পর্যায়ক্রমে ৯টি ইউনিয়নে বিতরণ করা হবে স্মার্টকার্ড। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন বলেন, যারা স্মার্টকার্ড গ্রহন করতে পারছেন না। তাদের সংখ্যা উল্লেখ পূর্বক ঢাকা অফিসকে অবহিত করব। ঢাকা অফিসের সিদ্ধান্তের আলোকে পরবর্তী বিতরণ কাজ পরিচালিত হবে।
মাহবুব খান বাবুল