মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আজ সোমবার বিকেল সাড়ে তিনটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত সময়ে গোপনে কয়েকজন জনপ্রতিনিধিদের অংশ গ্রহণে নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনামূলক অবহিতকরণ কর্মসূচি পালিত হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের আওতাধিন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত সচিব আবদুল কাইউম সরদার। এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক অমিতাভ মন্ডল, সদস্য অধ্যাপক ড. আবদুল আলিম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা ফারহান রাজিব, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, ভাইস চেয়ারম্যান আবু হানিফ, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান খাইরুল হুদা চৌধুরী প্রমুখ। সভায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কয়েকজন জনপ্রতিনিধি থাকলেও ছিলেন না স্থানীয় কোনো সংবাদকর্মী। গোপনে অবহিতকরণ কর্মসূচির প্রসঙ্গে ফারহান রাজিব বলেন, বিষয়টি সমন্বয় করার দায়িত্বে ছিলেন ইউএনও, তিনি বিষয়টি ভালো বলতে পারেন। তবে ইউএনও মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন,‘ সব কিছু করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আমরা শুধু সহযোগিতা করেছি।