সরাইলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

0
30
সরাইলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
সরাইলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২০২৩ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠিত হয়েছে দোয়ার মাহফিলও। আজ সকালে চুন্টা অবিনাশ চন্দ্র একাডেমি মিলনায়তনে দশম শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে ১৪৯ জন পরীক্ষার্থীকে দেয়া হয়েছে বিদায় সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা। এই উপলক্ষে সহকারি শিক্ষক মো. আরিফুর রহমানের সঞ্চালনায় পরিচালনার পর্ষদের সভাপতি সমর চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক মো. রহমত আলী। আল-মাসুদের কোরআন তেলাওয়াৎ ও শিশির আচার্য্যের গীতা পাঠে শুরূ হয় সভা। বক্তব্য রাখেন- জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাবেক সভাপতি শেখ মো. হাবিবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান নান্নু, সরাইল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, অভিভাবক সদস্য ইয়াছিন মিয়া, জিয়াউর রহমান, আক্তার মিয়া, আসাদ মিয়া, সংরক্ষিত নারী আসনের অভিভাবক প্রতিনিধি মোর্শেদা বেগম, শিক্ষক আলা উদ্দিন মো. আরিফ, পরীক্ষার্থী সাব্বির আহমেদ, লিজা আক্তার ও আবুল কাশেম প্রমূখ। পরে পরীক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বিদায় জানায় দশম শ্রেণির ছাত্র ছাত্রীরা। সবশেষে পরীক্ষার্থী সহ সকলের জন্য দোয়া করে মাওলানা মো. আতিকুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here