সংবাদ শিরোনাম ::
সরাইলে ঈদের মার্কেট করতে গিয়ে লাশ হলো ২ যুবক, আহত-১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২ ৩৭১ বার পড়া হয়েছে
সরাইলে সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। আজ সোমবার রাত ৯টা ২০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের রাজামারিয়া কান্দি এলাকায় এই দূর্ঘটনা ঘটেছে। ঈদের মার্কেট করতে গিয়ে লাশ হলো তারা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে মটর সাইকেলে করে তিন যুবক ঈদের মার্কেট করতে মাধবপুরের দিকে রওনা দেয়। মহাসড়কের রাজামারিয়া কান্দি যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মটরবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হয় কামাল মিয়ার ছেলে সালমান মিয়া (১৮) ও রমুজ উদ্দিনের ছেলে শরীফ (২১)। গুরুতর আহত হয়েছে সাজিদুর রহমানের আনাস (১৮)। তাদের সকলের বাড়ি শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় আনাসকে হাসপাতালে নেয়া হয়েছে। খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্বারের জন্য ঘটনাস্থলে যাচ্ছি।