বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও তাঁর সহধর্মিণী আ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শে তারা নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তাঁদের রোগমুক্তি কামনায় সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের একাংশের উদ্যোগে গত বৃহস্পতিবার বাদ মাগরিব মিলাদ ও দোয়ার মাহফিল হয়েছে। দলীয় সূত্র জানায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সভাপতি পদপ্রার্থী বেলায়েত হোসেন মিল্লাত-এর সভাপতিত্বে দোয়া পরিচালনা করেছেন মাওলানা সাজিদুর রহমান বেলালী। দোয়ায় যুবলীগ চেয়ারম্যান ও উনার স্ত্রীর দ্রূত রোগমুক্তি কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য ও দোয়া করা হয়। দোয়ার মাহফিলে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের অনেক নেতা কর্মী উপসি’ত ছিলেন।
মাহবুব খান বাবুল