ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছলিম উদ্দিন (৫০) আর নেই। আজ শুক্রবার দুপুরে পরিবার স্বজন ও দলীয় নেতা কর্মীদের কাঁদিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সামাজিক ব্যক্তিত্ব ছলিম উদ্দিন ছিলেন একজন দক্ষ সালিসকারক। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ছলিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কালীকচ্ছ ইউনিয়ন, সরাইল উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মাহবুব খান বাবুল